এই সেটে কি আগে বাংলা সাপোর্ট করতো এখন করেনা, ব্যাপারটা কি এই রকম? যদি এইটা হয়, তাহলে সম্ভবত আপনি সেট ফ্লাস দিয়েছেন যার কারনে বাংলা সাপোর্ট হচ্ছেনা । এক্ষেত্রে পুনরায় বাংলা আনতে হলে, আপনাকে আবার ফ্লাস দিতে হবে তবে খেয়াল রাখতে হবে, ফ্লাস ফাইলে যেন বাংলা থাকে । আর যদি আপনার সেটে আগে থেকেই বাংলা সাপোর্ট না করে অর্থাত্‍ বাংলা ডিপল্ট করা না থাকে সেক্ষেত্রে সেটে বাংলা আনার কোন সিস্টেম নেই। তবে আপনি চাইলে নেট ইউজ করার জন্য অপেরাতে বাংলা আনতে পারেন। অপেরাতে বাংলা আনতে, প্রথমে অপেরার এড্রেস বারে ক্লিক করুন। তারপর WWW মুছে ফেলুন। সেখানে লিখুন Opera:config লিখে Go দিন। তারপর কতগুলো Yes/No অপশান আসবে। আপনি সবগুলোতে Yes সিলেক্ট করে save দিন। তারপর দেখুন আপনার অপেরাতে বাংলা দেখা যাচ্ছে।

Talk Doctor Online in Bissoy App