এমন কোনো ওয়েব পেইজ আছে কী যেখানে সিম রেজিস্ট্রেশন করা যায়? প্লীজ দয়া করে জানাবেন
Share with your friends

সব অপারেটরের নাই । অনলাইনে সিম রেজিঃ শুধু বাংলালিংক চালু করেছে । আপনি ম্যাসেজের মাধ্যমে সব অপারেটরের সিম রেজিঃ করতে পারবেন। বিস্তারিত=> দেশের সব মোবাইল ফোন অপারেটরের সিম পুনরায় রেজিস্ট্রেশন করুন ঘরে বসেই। এ জন্য একটি এসএমএস পাঠিয়ে দিলে মুহূর্তেই সিমটি রি- রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। এ জন্য এসএমএস-এর কোন ফি কাটবে না মোবাইল অপারেটররা। ‘অবৈধ ও অনিবন্ধিত সিম দেশ ও জাতির জন্য বিপদজনক’ শিরোনামে সবগুলো মোবাইল অপারেটররা একটি পোস্টার প্রকাশ করেছে। সেখানে এসএমএস-এর মাধ্যমে মোবাইল সিম রি- রেজিস্ট্রেশন করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে। নিবন্ধিত বা অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হলে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠালে মুহূর্তেই একটি ফিরতি এসএমএস-এর মাধ্যমে তা গ্রহণ করা হয়েছে বলে অপারেটরটি জানিয়ে দেবে। পোস্টারে দেওয়া তথ্য মতে এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম। এয়ারটেল, বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার পূর্ণ নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে। ফিরতি এসএমএসে আপনার প্রাপ্তি নিশ্চিত করে জানানো হবে আপনার তথ্যটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা। http://i2.wp.com/www.pchelplinebd.com/wp-content/uploads/2015/10/SIM.jpg এছাড়াও প্রত্যেকটি মোবাইল অপারেটরের ওয়েবসাইট বা হেল্পলাইন থেকেও সহায়তা নিতে পারেন।

Talk Doctor Online in Bissoy App