শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নতুন অথবা বন্ধ বাংলালিংক সংযোগে ১৯ টাকা রিচার্জের সাথে সাথে পাচ্ছেন পুরো ১ মাসের জন্য ২ জিবি ইন্টারনেট একদম ফ্রি। এছাড়াও কথা বলুন যে কোন বাংলালিংক নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য নাম্বারে ৬০ পয়সা/মিনিট কলরেট দিন-রাত ২৪ ঘণ্টা। আপনার বন্ধ সংযোগটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যে কোন বাংলালিংক সংযোগ থেকে নাম্বারটি টাইপ করে ফ্রি এসএমএস পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে। ফ্রি ২ জিবি ইন্টারনেট বোনাস: নতুন অথবা বন্ধ সংযোগে গ্রাহকগণ ১৯ টাকা রিচার্জের সাথে সাথে ২ জিবি ইন্টারনেট বোনাস পেয়ে যাবেন ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকগণ একবারই ২ জিবি ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন বোনাস ইন্টারনেট ব্যবহার করা যাবে রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২ জিবি ইন্টারনেট বোনাসের মেয়াদ ৩০ দিন ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল *১২৪*৯৯৪# নতুন এবং বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে স্পেশাল কলরেট: ২৯ জুলাই, ২০১৫-এর পর থেকে চালুকৃত সকল বাংলালিংক সংযোগের গ্রাহকগণ এই অফারটি উপভোগ করতে পারবেন ২৮ মে থেকে চালুকৃত নতুন সংযোগের গ্রাহকগণ যারা বর্তমান নতুন সংযোগের অফারটি উপভোগ করেনিনি তারা ২৯ জুলাই থেকে ১৯ টাকা রিচার্জে নতুন অফারটি উপভোগ করতে পারবেন ১৭ এপ্রিল, ২০১৫ অথবা এর আগ থেকে অব্যবহৃত সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণের (আই’টপ-আপ ব্যতীত) ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য সকল গ্রাহকগণ নতুন এবং বন্ধ সংযোগে ১৯ টাকা রিচার্জে যে কোন নাম্বারে ২৫ পয়সা/মিনিট এবং অন্য অপারেটরে ৬০ পয়সা/মিনিট রেটে কথা বলতে পারবেন দিন-রাত ২৪ ঘণ্টা নতুন অথবা বন্ধ সংযোগ জুন, ২০১৫ অফার উপভোগকারী গ্রাহকগণ তাদের অফারটি উপভোগ করতে থাকবেন স্পেশাল কলরেটের মেয়াদ রিচার্জের দিনসহ ৩০ দিন। মেয়াদকালীন সময়ে প্রতি ১৯ টাকা রিচার্জে বর্ধিত মেয়াদ প্রযোজ্য অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করতে, নতুন অথবা বন্ধ সংযোগের ক্ষেত্রে *১৬৬*৬৭৬# ডায়াল করতে হবে যা সেদিন রাত ১২টার পর প্রযোজ্য হবে। আন-সাবস্ক্রাইব করার পর রাত ১২টার পূর্বে যদি কোন গ্রাহক ১৯ টাকা রিচার্জ করেন তাহলে পরবর্তী ৩০ দিন পর্যন্ত এই অফার উপভোগ করা যাবে এই অফার থেকে আন-সাবস্ক্রাইব করার পর পুনরায় এই অফারটি আর প্রযোজ্য নয় আন-সাবস্ক্রাইব করার পর গ্রাহক পুনরায় পূর্ববর্তী কলরেটে ফিরে যাবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
kanon

Call

রবি নতুন সংযোগের সঙ্গে ১ টাকায় ১০০ মেগাবাট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ