আমি জানতে চাই, কোরবানি কোন ধরনের লোকের উপর ওয়াজিব?
শেয়ার করুন বন্ধুর সাথে

যাদের উপর কোরবানি ওয়াজিব এবং ওয়াজিব নাঃ ১। দশই যিলহজ্জের ফজর থেকে বারই জিলহজ্জের সন্ধা পর্যন্ত আর্থাৎ কোরবানীর দিন গুলোতে যার উপর ফেতরা দেওয়া ওয়াজীব তার উপরই কোরবানি করা ওয়াজিব। ২। মুসাফিরের উপর কোরবানী ওয়াজিব নয়। ৩। কোরবানী ওয়াজিব না হলেও নফল কোরবানী করলে কোরবানীর ছওয়াব পাওয়া যাবে। ৪। কুরবানী শুধু নিজ পক্ষ থেকে ওয়াজিব হয়। মা বাবা সন্তানাদি এমনকি স্ত্রীর পক্ষ থেকেও কুরবানী ওয়াজিব নয়।যদি তাদের পক্ষ থেকে করা হয় তবে নফল কুরবানী হবে। ৫। যার উপর কুরবানী ওয়াজীব নয় সে যদি কোরবানীর নিয়তে পশু ক্রয় করে তবে তার উপর ঐ পশু কোরবানী করা ওয়াজিব। ৬। যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানী না করলে কোরবানির দিন চলে যাওয়ার পর একটি বকরির মূল্য সদকা করা ওয়াজিব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ