শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

এইডস একটি মরনব্যাধি যা সম্পূর্ণরুপে নিরাময়ের উপায় এখনো পাওয়া যায়নি। তাই জনমনে এই রোগ নিয়ে নানান রকম ভীতি কাজ করে প্রচুর। সেই সাথে এই রোগ আক্রান্ত রোগীদের নিয়ে প্রচলিত আছে নানা ভ্রান্ত ধারনাও। কিন্তু দুঃখের ব্যাপারটা হচ্ছে, এই রোগ সম্পর্কে মানুষের ধারনা অনেক কম। অনেকে জানেনই না যে রোগের লক্ষণগুলো কি কি। অনেকে এটা পর্যন্ত জানেন না কি করে প্রতিরোধ সম্ভব এই রোগের। আসুন জেনে নেই এই রোগের লক্ষন্সমুহ- আক্রান্ত ব্যাক্তির শরীরের ওজন অনেক কমে যাবে, সেই সাথে ক্লান্তি বোধ করবে রুগী অনেক বেশি, দীর্ঘদিন ধরে জ্বর থাকবে, সেই সাথে মুখে বা গলায় ঘা হতে পারে, হতে পারে বমিবমি ভাব বা বমিও, সেই সাথে চলতে পারে এক মাসের বেশি সময় ধরে ডায়রিয়াও, মাথা, চোখ এবং মাংসপেশিতে ব্যথা অনুভুত হতে পারে আক্রান্ত ব্যাক্তির, শরীর ম্যাজ ম্যাজ করতে পারে, শরীরের ত্বকের উপরে ওপর নানা ধরনের ফুসকুড়িঁ ও ঘা হতে পারে, সাথে থাকবে নাক- কান-গলার সমস্যা, ঠোঁট ও যৌন অঙ্গের চারপাশে ধীরে ধীরে ফোসকা ও ঘা হবে ও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ