একজন মানুষের মধ্যে কী কী গুনাবলি থাকলে আমরা সেই মানুষটিকে একজন ব্যক্তিত্বশীল পুরুষ বলতে পারি?
শেয়ার করুন বন্ধুর সাথে
avir

Call

একজন মানুষের মধ্যে ভিবিন্ন গুনাবলি থাকলে আমরা সেই মানুষটিকে একজন ব্যক্তিত্বশীল পুরুষ বলতে পারি মানুষ তার কর্মের দ্বারা সেই খ্যাতি অর্জন করে ১. লক্ষ্যস্থির করা ২. নিজের সম্পর্কে উন্নত ধারণা সৃষ্টি ৩. সময়মত কাজ করা ৪. ক্রোধ, ঘৃনা অহংকার নিয়ন্ত্রণ করা ৫. পড়াশুনায় ভালো এবং যথেষ্ট জ্ঞান অর্জন ৬. মেডিটেশন ইত্যাদি সকল গুনাবলী অর্জন এর পর তাকে ব্যক্তিত্বশীল পুরুষ বলা যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
AbdulHalim

Call

মানুষ তার স্বাভাবিক যে সমস্ত বাহ্যিক ও মানসিক আচরণ বা বৈশিষ্ঠ্য দ্বারা অন্য ব্যক্তি বা সমাজকে প্রভাবিত করে তাকে ব্যক্তিত্ব বলে৤ব্যক্তিত্ব একটি আপেক্ষিক বিষয়,সাধারণত একজন ব্যক্তিত্ববান মানুষের মধ্যে যে সকল গুণ লক্ষ্য করা যায় তা হল: সামাজিক, আত্মসচেতন, বুদ্ধিমান, মেজাজ নিয়ন্ত্রণ, আবেগময়তা, আত্মবিশ্বাস, সাফল্য অর্জন ইত্যাদি৤

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এক কথায় বলতে গেলে ব্যক্তিত্ব হচ্ছে অভিজ্ঞতার ঝুলি, আর এই ঝুলিতে রয়েছে আমরা প্রতিনিয়ত যা বলি, যা করি, যা অনুভব করি, যা ভাবি, যা আশা করি, যা বিশ্বাস করি; সঙ্গে রয়েছে চলার পথে আমরা কোন পরিস্থিতিতে কী প্রতিক্রিয়া দেখাই সে সবকিছু। ব্যক্তিত্বের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে মানবিক সম্পর্ক বা হিউম্যান রিলেশন। মানবিক সম্পর্কের উন্নয়ন ছাড়া ব্যক্তিত্বের উন্নয়ন অসম্ভব। আমাদের যদি প্রশ্ন করা হয় আপনার মানবিক সম্পর্ক বা হিউম্যান রিলেশন কেমন? আমরা কেউ কি বলব খারাপ? হয়তো কেউই তা বলতে চাইব না। ইংরেজিতে হিউম্যান রিলেশনের প্রতিটি অক্ষরের একটা করে অর্থ রয়েছে। সেই অর্থগুলো H = Have self control [নিজের উপর নিয়ন্ত্রণ] U = Understanding from others view point [অপরের অবস্থান থেকে চিন্তা করা] M = Make others interest as your own [নিজের মতো অপরের আগ্রহও তৈরি করা] A = Admit when you are wrong [নিজের ভুল স্বীকার করা] N = Never criticize publicly [সবার সামনে সমালোচনা না করা] R = Reasons should be constructive [প্রতিটি কাজের গঠনমূলক কারণ থাকা] E = Explain precisely and to the point [সংক্ষেপে এবং ঠিক বিষয়ের ব্যাখ্যায় পারঙ্গম হওয়া] L = Lead but do not drive [দিক নির্দেশক হওয়া, কিন্তু চালক না হওয়া) A = Avoid quick judgment [অতিদ্রুত বিচার করা যাবে না] T = Take care of little things [বিষয় যত ক্ষুদ্রই হোক তা বিবেচনায় আনা] I = Inform others about the matter [সবাইকে জানানো] O = Offer helpful suggestion [অপরকে সাহায্য করা] N = Never forget to praise for a job well done [ভালো কাজের জন্য উপযুক্ত সন্মান জানানো] S = Stress the positive [ধনাত্মক চিন্তার অধিকারী হওয়া] যদি উপরের এই বিষয়গুলো আমরা মেনে চলতে পারি তবেই আমাদের মানবিক সম্পর্ক ভালো বলা যেতে পারে। তবেই আমাদের ব্যক্তিত্বের প্রখরতা কিছুটা চোখে পড়বে। তিনিই হচ্ছে একজন ব্যক্তিত্বশীল ব্যক্তি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
sohelranakr

Call

একজন মানুষের নাম, ঠিকানা ,চারিত্রিক বৈশিষ্ট্য,ভালো ও মন্দ গুণ, মেধা ইত্যাদির সমষ্টি হলো ব্যক্তিত্ব ।এক কথায় ব্যক্তিত্ব হলো একজন মানুষের নিজের অবস্হা বা ব্যক্তিগত অবস্হা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্যক্তিত্ব একটি জটিল বিষয়।এটি সংজ্ঞা নির্ণয় করা খুব কঠিন।

                                         সংজ্ঞা 

ব্যক্তিত্ব : ব্যক্তি বা মানুষের কার্যাাবলি দিয়ে ব্যক্তি তার আচরণে  

              বহিঃপ্রকাশ ঘটানোকেই ব্যক্তিত্ব বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ