শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হা এন্টিভাইরাস সত্যিই কাজ করে থাকে যদি কাজ না করতো তাহলে ভাইরাসে আক্রান্ত হয়ে সব ফাইল মেমোরি নষ্ট হয়ে যেতো... এটা যেভাবে কাজ করে : • মোবাইলে উপলব্ধ ফাইলসমূহ পরীক্ষা করে তাদের মধ্য থেকে এমনসব ফাইল খুঁজে বের করে যা উক্ত এন্টিভাইরাসের অভিধানে (ডিকশনারি) উল্লিখিত অসংখ্য নামের কোন একটার সাথে মিলে যায়। • এরপর এটি পরীক্ষা করে দেখে এসব ফাইগুলোর মধ্যে কোনো সন্দেহজনক লক্ষন রয়েছে যা হয়তো সংক্রমণের ঝুঁকিতে আক্রান্ত। যেসব ফাইলে সেরকম কিছু খুজে পাওয়া যায়, এন্টিভাইরাস ঐসব ফাইল মুছে ফেলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ