এই প্রশ্নটি আমার ও যারা এই বিষয়ে যখন না তাদের জন্য । কারন এখনও অনেক ছাত্র ছাত্রীরা এই বিষযে স্পষ্ট ভাবে জানে না ।
Share with your friends

গ্রেডিং সিস্টেমে প্রতিটা গ্রেডের জন্য একটা গ্রেড পয়েন্ট থাকে। সেগুলোর গড় করে গ্রড পয়েন্ট অ্যাভারেজ বা জিপিএ বের করে। - তবে সবগুলো বিষয়ের আপেক্ষিক গুরুত্ব সমান না থাকলে প্রতিটি বিষয়ের গ্রেড পয়েন্টকে আপেক্ষিক গুরুত্ব দিয়ে গুন করে সেই গুনফলগুলোর যোগফলকে শুধুমাত্র আপেক্ষিক গুরুত্বের যোগফল দিয়ে ভাগ করতে হয়। উদাহরণ ১ বিষয় -- গ্রেড -- গ্রেডপয়েন্ট বাংলা -- A+ -- ৫.০ ইংরেজী -- A+ -- ৫.০ গণিত -- A+ -- ৫.০ ধর্ম -- A -- ৪.৫ তাহলে জিপিএ = (৫+৫+৫+৪.৫)/৪=৪.৮৮ উদাহরণ ২ বিষয় -- মোট নম্বর -- গ্রেড -- গ্রেডপয়েন্ট বাংলা -- ২০০ -- A+ -- ৫.০ ইংরেজী -- ২০০ -- A+ -- ৫.০ গণিত -- ১০০ -- A+ -- ৫.০ ধর্ম -- ১০০ -- A -- ৪.৫ তাহলে জিপিএ = (৫x২০০+৫x২০০+৫x১০ ০+৪.৫x১০০)/ (২০০+২০০+১০০+১০০) =৪.৯২

Talk Doctor Online in Bissoy App