নবীজি মোঃ (স:) মাটির তৈরি।না নুরের।
শেয়ার করুন বন্ধুর সাথে
Unknown

Call

মানুষ মাটি দিয়ে তৈরি, ফেরেশস্তা নূর দিয়ে এবং জিন আগুনের শিখা দিয়ে তৈরি। আমরা পাক কোরআন থেকে এ বিষয়গুলো জানি। একমাত্র মানুষ ছাড়া অন্য কারো জন্ম কিভাবে, তাদের পিতা-মাতা কারা ছিলেন ইত্যাদি বিষয়ে আমরা তেমন কিছু অবহিত নই।।।।।। হযরত আদম (আ:) কে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমরা সব মানুষই আদম সন্তান, মাটি দিয়ে তৈরি আদম (আ:) এর সন্তান। পিতা যেখানে মাটির, সন্তান অবশ্যই মাটির। এখন প্রশ্ন হল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) যদি মানুষ হয়ে থাকেন, তিনি অবশ্যই মানুষÑ আমাদের মত দেহের মানুষ, তিনি নিঃসন্দেহে মাটির মানুষ, মাটির সন্তান। নবীজী আমাদের মতই মানুষ একথা আল্লাহ পাকের পবিত্র কোরআনে সুরা আল-কাহফ এর ১১০নং আয়াতে উল্লেখ আছে। সেখানে আল্লাহ তা’আলা নবীজীকে বলেছেন, আপনি বলুন, “আমি তোমাদের মতো মানুষ বৈ কিছুই নহি, অবশ্য আমার প্রতি (আল্লাহর পক্ষে হতে) অহী অবতীর্ণ হয়।" মানুষ বলতে মাটির তৈরি মানুষ বুঝায়, নূরের তৈরি নয়। আল্লাহ তা’আলা যুগে যুগে সময়ে সময়ে আমাদের মধ্য হতে নবী, রাসুল মনোনীত করেছেন। আল্লাহ তা’আলা বলেছেন, “আমি তোমাদের মধ্যে তোমাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছি, যে আমার আয়াতসমূহে তোমাদের কাছে পাঠ করে। তোমাদের পবিত্র করে এবং জ্ঞান-বিজ্ঞানের শিক্ষা দেয় (সূরা আল বাকারা, আয়াত : ১৫১)। এছাড়াও আল্লাহ তা’আলা পবিত্র কোরআনের সূরা আনআম এর ২নং আয়াতে উল্লেখ করেছেন যে, তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি (প্রত্যেকের জন্য বাঁচার একটা) সময় নির্দিষ্ট করে দিয়েছেন (তেমনি তাদের মৃত্যুর জন্যেও) তার নিকট একটি নির্দিষ্ট সময় রয়েছে, তারপরও তোমরা সন্দেহে লিপ্ত রয়েছ। আমাদের প্রিয় নবী (স:) ও নির্দিষ্ট সময় বেঁচে ছিলেন এবং নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করেছেন। অতএব নবীজী মাটির মানুষ ছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ