Share with your friends
UttamDas

Call

বিশ্বের প্রায় সবদেশেই এখন অনলাইন বিজনেস খুবই জনপ্রিয় ও একটা অবিচ্ছেদ্য ব্যাপার। এজন্য যা দরকার তা হল অনলাইনে টাকা খরচ বা গ্রহন করার একটা ব্যবস্থা। ঝটপট করে অনলাইন থেকে কোন কিছু কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়। তবে ক্রেডিট কার্ডের এত বড় নাম্বার ইনপুট দেয়া বিরক্তিকর ও রিস্কি(যেমন সাইবার ক্যাফে/ইনসিকিউরড কানেকশন থেকে)। তাছাড়া অনেকেরই একাধিক ক্রেডিট কার্ড/ব্যাংক এ্যাকাউন্ট থাকায় সবসময় এগুলো নিয়ে ঘুরে বেড়ানো/এ্যাকাউন্ট নং মনে রাখা সম্ভব নয়।এই ঝামেলা থেকে মুক্ত থাকতে সবাই কোন না কোন সার্ভিস ইউজ করে। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা এই অনলাইন ট্রান্সেকশন করে থাকে। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে PayPal।, PayPal এ আপনি একটা ভেরিফাইড এ্যাকাউন্ট করে নিলে আর কোন ঝামেলা নেই। বেশিরভাগ ই-কমার্স সাইটে PayPal সাপোর্ট করে। এসব সাইট থেকে এক/একাধিক সার্ভিস / প্রোডাক্ট কিনে চেক আউট করে PayPal এর সাইটে লগ ইন করে সহজেই পে করতে পারবেন। শুধু কেনাকাটা নয় আপনি নিজেও ব্যাবসা শুরু করতে পারবেন PayPal Business Account এর মাধ্যমে eBay [wjsK=http://www.ebay.com/] এর মত সাইটে বা নিজেই একটা ই-কমার্স সাইট খুলে। বাইরে পড়াশোনা করে এরকম অনেক বাংলাদেশীই বিভিন্ন বিনোদনধর্মী ওয়েবসাইট থেকে শুধুমাত্র এ্যড দিয়েই প্রতি মাসে ৫০০-১০০০ ডলার আয় করে। আপনি আপনার PayPal এ্যাকাউন্ট থেকে অন্য কারো PayPal এ্যাকাউন্টেও টাকা ট্রান্সফার করতে পারবেন। এর সাইট থেকে আরও বিস্তারিত জানতে পারবেন এ ব্যাপারে। https://www.paypal.com/cy/webapps/mpp/home

Talk Doctor Online in Bissoy App
sadiqueadil

Call

পে-পাল হচ্ছে বিশ্বময় জনপ্রিয় ও বিশ্বস্থ একটা পেমেন্ট মাধ্যম। এখানে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েকটি কারেন্সি তে মানি ডিপোজিট/জমা রাখা যায়। এ থেকে বিশ্বময় বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান, কার্ড, ব্যাংক ইত্যাদিতে পেমেন্ট/ট্রান্সফার করা যায়। যে কোনও ধরণের আন্তর্জাতি, লোকাল (অনলাইন) কেনাকাটা করতে এর জুড়ি নেই। তবে শুধুমাত্র বাংলাদেশেই এর অনুমোদন অপরাধ!! হিসেবে দেখা হয়। ইদানিং চেষ্টা করেও আনা যাচ্ছেনা...

Talk Doctor Online in Bissoy App