শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেনি ব্যাবধানের বিপরিত গনসংখ্যা নির্দেশক বিন্দু সমুহকে পর্যাক্রমে রেখাংশ দ্বারা সংযুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে গনসংখ্যার বহুভুজ বলে।md sadiqul islam ভাই আপনার কাছে আমার একটি অনুরোধ আছে আশা করি অনুরোধ টি রাখবেন।ভাই আমি লক্ষ করেছি আপনি অনেক কে গার্মেন্টসে চাকরির ব্যাপারে সাহায্য করেছেন ,তাই আমারও আপনার সাহায্যের প্রয়োজন ।আমি আপনার সাথে বিস্তারিত আলোচনা করতে চাই এবং আপনার বন্ধু হতে চাই ,তাই আমি আপনার নাম লিখে ফেসবুকে অনেক সার্চ করেছি কিন্তু দুর্ভাগ্য যে আপনার নামের মতো অনেক গুলো আইডি আছে তাই আপনার আইডি কোন টি তা খুজে পাচ্ছি না।ভাই আপনি যদি দয়া করে আমার আইডি Md Joy Hasan Bd তে ফ্রেন্ড রিকয়েষ্ট পাঠিয়ে আমাকে আপনার বন্ধু বানাতেন তবে আমার খুব উপকার হত।ভাই আমার আইডিতে একটি windows প্রফাইল পিকচার দেওয়া আছে।ভাই সাহায্য কারি কে আল্লাহ ভালবাসেন তাই দয়া করে আমাকে আপনার বন্ধু বানান এবং ফেসবুকের আলোচনার মাধ্যমে আমাকে সাহায্য করেন।ভাই দয়া করে আমার অনুরোধ রাখলে আপনার এই ছোট ভাই উপকৃত হত।ভাই আপনি আমার ফেসবুক আইডিতে আমার বিস্ময় প্রফাইল থেকেও প্রবেশ করতে পারেন।তবে এক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে হবে তার পর আমার আইডিতে ক্লিক করলই হবে।আশা করি আপনি আমাকে আপনার বন্ধু বানাবেন ।আপনি ফ্রেন্ড রিকয়েষ্ট পাঠালে আমি তা একসেপ্ট করে নেব।ভাই আমাকে সাহায্য না করলে অসুভিধায় পরব।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ