শেয়ার করুন বন্ধুর সাথে

জেনারেটর এমন একটি যন্ত্র বা মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করা হয় । আর এই রুপান্তর পক্রিয়ায় প্রয়জন একটি চুম্বকক্ষেত্র (Magnetic field), একটি আরমেচার (যাহার উপরিভাগে তারের কয়েল বসানো থাকে) এবংআরমেচারটিকেচুম্বক ক্ষেত্রের ভিতর ঘুরানোর জন্য প্রয়োজন একটি বা প্রাইমমভার । আরমেচার কয়েলকে চুম্বক ক্ষেত্রের ভিতর ঘুরালে আরমেচার পরিবাহীতেভোল্টেজ উৎপন্ন হবে,যাকে ই এম এফ (electromotive force) বলে । অল্টারনেটর বলতে এসি জেনারেটর কে বুঝানো হয়।ডিসিজেনারেটরে কমুটেটর থাকে, যার সাহায্যে আউটপুটে এসিকে ডিসি করা হয়। সাধারনত জেনেরেটর বিদ্যৎু উৎপন্নের কাজে ব্যাবহৃত হয়ে থাকে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ