দুই সিজদার মাঝখানে রাসূল (সাঃ) নিম্নোক্ত দোয়া পড়তেন, ১) ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ ﺭَﺏِّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ “রব্বিগফিরলী রব্বিগফিরলী” অর্থঃ হে রব! তুমি আমাকে মাফ করে দাও, হে রব! তুমি আমাকে মাফ করে দাও।[আবু দাউদ ১/২৩১] অথবা এই দোয়া পড়তেন, (তবে এই দোয়াটিই আল্লাহর রাসূল বেশী বেশী পড়তেন) ২) ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺍﻏْﻔِﺮْ ﻟِﻲ، ﻭَﺍﺭْﺣَﻤْﻨِﻲ، ﻭَﺍﻫْﺪِﻧِﻲ، ﻭَﺍﺟْﺒُﺮْﻧِﻲ، ﻭَﻋَﺎﻓِﻨِﻲ، ﻭَﺍﺭْﺯُﻗْﻨِﻲ، ﻭَﺍﺭْﻓَﻌْﻨِﻲ “আল্লাহুম্মাগফিরলী, ওয়ারহামনী, ওয়াহদিনী, ওয়াজবুরনী, ওয়া‘আফিনী, ওয়ারযুকনী, ওয়ারফা’নী” অর্থঃ হে আল্লাহ! তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার উপর রহম করো, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো, তুমি আমার জীবনের সমস্ত ক্ষয়ক্ষতি পুরন করে দাও, তুমি আমাকে নিরাপত্তা দান করো এবং তুমি আমাকে রিজিক দান করো, ও আমার মর্যাদা বৃদ্ধি করে দাও।[সহীহ আত-তিরমিযী ১/৯০]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ