শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পিল অর্থাৎ গর্ভনিরোধক বড়ি। এতে থাকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নামক দুটো হরমোনের বিভিন্ন আনুপাতিক মিশ্রণ । ইস্ট্রোজেন ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণু নির্গমনে বাধা দেয়। প্রোজেস্টেরন জরায়ুমুখের নিঃসরণ কমিয়ে ঘন করে তোলে। ফলে শুক্রাণু জরায়ুমুখে প্রবেশে বাধা পায়। প্রবেশ করলেও ডিম্বনালি পর্যন্ত গিয়ে ডিম্বাণুর সঙ্গে মিলিত হতে পারে না। গর্ভসঞ্চারও হয় না। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটিই সেক্স হরমোন। পিল খেলে শতকরা ২৫ জন মহিলার প্রথম ৬ মাসে কেজি দুয়েক করে ওজন বাড়ে, তারপর আর বাড়ে না। যদি বাড়তেই থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। পিল সব মহিলার সহ্য হয় না। ডাক্তারের পরামর্শমতো পিল নির্বাচন করলে নানা সমস্যা এড়ানো যায়। পিল খেলে মোটা হয়। তবে এটি বয়স এবং পরিবেশের উপর নির্ভর করে। সাধারনত প্রায় সব পিলই মোটা হতে সাহায্য করে, সুতরাং পিল গ্রহন করা অবস্থায় নিয়ন্ত্রিত খাবার গ্রহন করুন এবং নিয়মিত ব্যায়াম করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ