payel420x

Call

নীলক্ষেত থানার পাশের মার্কেটের ঢোকার মুখে একটা দোকান আছে, তার মগ দিয়ে ছবি প্রিন্ট করে দিতে ২৫০ টাকা নেয়। আপনাকে শুধু ছবির একটা সফট কপি দিতে হবে। একটি মগে ২ টি ছবি প্রিন্ট হয়। ভেতরে আরেকটা দোকান আছে যারা দাম বেশি নেয় বলে আমি ওখান থেকে করাইনি। তাছারা আরচিস গ্যালারীর অনেক শাখায় ৩৫০ টাকা নিয়ে করে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ