জ্যোতির্বিদ্যা থেকে আসলে এ চিহ্নগুলো নেয়া হয়েছে। চিহ্ন দুটি দ্বারা সাধারণত পুরুষ এবং মহিলাদের সেক্সুয়াল অরগ্যানগুলো প্রকাশ করা হয়। পুরুষের চিহ্নটি মঙ্গল ও মহিলাদের চিহ্নটি শুক্র গ্রহের প্রতীক হিসেবে ব্যাবহার করা হত। শুক্র গ্রহের রোমান নাম ভেনাস বা ভেনাস দেবী থেকে এই চিহ্নটির উদ্ভব। আর মঙ্গল বা মার্চকে রোমান যুদ্ধের দেবতা বলা হয়। যোদ্ধাদের প্রধান অস্ত্র ছিল তরবারি। আর ^ চিহ্ন দিয়ে তরবারি, বীরত্ব বা পুরুষ অরগ্যান বোঝানো হত। তাই পুরুষদের ক্ষেত্রে এই চিহ্ন ব্যাবহার করা হয়। লক্ষ্য করলে দেখা যাবে সামরিক বা আধা সামরিক বা পুলিশের হাতে ব্যাজ হিসেবে এখনও ^ চিহ্ন ব্যাবহার করা হয়।

Talk Doctor Online in Bissoy App