ফ্রি ব্লগের ওয়েবসাইট খোলার জন্য BLOGGER ও WORDPRESS এর মধ্যে কোনটি ভাল ??
Share with your friends
Call

দুটোই। তবে BLOGGER টা তুলনামুলকভাবে সহজ। আপনি সহজে ব্যবহার করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

অবশ্যই ওয়ার্ডপ্রেস। কারন এখানে ইচ্ছেমত প্লাগিন পরিবর্তন করতে পারবেন। মানে আপনি যেভাবে সাজাতে চাইবেন সেভাবেই সাজাতে পারবেন। আর PHP জানা থাকলে তো ওয়ার্ডপ্রেসের বস হয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App

প্রথমেই জানিয়ে রাখি, ওয়ার্ডপ্রেস দু ধরণের। ওয়ার্ডপ্রেস ডট কমটি হলো ফ্রিতে ব্লগ খোলার জন্য ব্লগারের মতই একটি প্লাটফর্ম। আর ওয়ার্ডপ্রেস অরগ হলো একটি সিএমএস স্ক্রিপ্ট যা ফ্রিতে হলেও সাইট তৈরি করতে আপনাকে উক্ত স্ক্রিপ্ট ডোমেইন হোস্টিং লাগবে। আর ডোমেইন হোস্টিং কিনতে আপনার টাকা লাগবে। অবশ্য ফ্রিতেও ডোমেইন হোস্টিং পাওয়া যায়। তবে সেই ফ্রি ডোমেইন হোস্টিং এর মান একেবারেই নিম্নমানের। তাই আপনার প্রস্ন অনুযায়ী ফ্রি ব্লগ সাইট খোলার ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ডট কমের সাথে ব্লগারের তুলনা করলে ব্লগারই সেরা। কারণ ওয়ার্ডপ্রেসে আমরা জানি প্লাগিন ইউজ করা যায়। যা আবার ওয়ার্ডপ্রেস ডট কমে ইউজ করা যায় না। এছাড়াও ওয়ার্ডপ্রেস ডট কমের ফিচারসমূহ ব্লগারের তুলনায় অনেক সীমিত। তাই ফ্রি ব্লগ খুলতে আপনি ব্লগারই ইউজ করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App