Call

একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে ৭টি ধাপ রয়েছে। ধাপগুলো হলো-

     ১. জগৎ (Kingdom)

     ২. পর্ব (Phylum) / বিভাগ (Division)

     ৩. শ্রেণি (Class)

      ৪. বর্গ (Order)

      ৫. গোত্র (Family)

      ৬. গণ (Genus)

      ৭. প্রজাতি (Species)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ