কলিঙ্গ যূদ্ধ হয়েছিল খ্রীঃ পূর্ব ২৬১ অব্দে
শেয়ার করুন বন্ধুর সাথে
ArobHossain

Call

অশোকের কলিঙ্গ আক্রমণের সময় কলিঙ্কের কোন রাজা ছিল না। তার আগেই কলিঙ্গরাজ মারা যান। তার উত্তরসুরি হিসেবে ছিলেন , তার একটি ছোট ছেলে ও একটি কন্যা। তারা ভয়ে ছদ্মবেশে রাজ্য ত্যাগ করেন। পরবর্তীতে অশোকের সাথে কলিঙ্গ রাজকন্যার প্রেম হয়। এই দিকে মন্ত্রীরা রাজ্য শাসন নিয়ে নিজেদের মধ্যে দ্বন্ধে লিপ্ত ছিল। আর এই সুযোগটাই নিয়েছিলেন সম্রাট অশোক। পরবর্তীতে মোর্য সামাজ্য থেকে কলিঙ্গ আলাদা হলে সম্রাট হন রাজা খারবেল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ