শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সৌদী আরবের পশ্চিমে লোহিত সাগরে ক্ষুদ্র উদ্ভিদ থাকায় পানি লাল বর্ণের(সাময়িক দেখায় , কিছু স্থানে দেখায় মাত্র )। লোহিত সাগরে পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এগুলো বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে ট্রিকোডেসামিয়াম রিথ্রিয়াম নামে এক ধরনের অজৈব যৌগ গঠন করে। এর রং লাল হওয়ায় এই সাগরের পানি লাল দেখায়। (সাময়িক দেখায় , কিছু স্থানে দেখায় মাত্র ) তবে সর্বদা নয় । তাই, এ সাগরের নাম লোহিত সাগর দেওয়া হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ