খেলা চলাকালীন সময়ে লাইভ স্কোর দেখানোর ব্যবস্থা রেখেছে বিস্ময় ডট কম। সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত, সুপার ফাস্ট লোড, আপনার এমবি সাশ্রয় করবে। খেলা চলাকালীন সময়ে একবার দেখুন, তখন বিস্ময় এর স্কোর ছেড়ে কোথাও যেতে মন চাইবে না।  

 http://ans.bissoy.com/cricket 

#9 আইপিএলে দর্শকদের জন্য রয়েছে অনবদ্য ভূমিকা। কারণ তারা শুধু দর্শক হিসাবে মাঠে উপস্থিত হবেন না তারা তাদের মতামত দিয়ে থার্ড আম্পায়ারকে সাহায্য করবেন। গ্যালারির দর্শকদের মতামতের ভিত্তিতে আম্পায়ার সিদ্ধান্ত নিবেন।
অনেকে ভাবতে বসেছেন ব্যাপারটা কি? মুল ব্যাপারটা খোলসা করে বলা যাক। ইডেনে আপনি কেকেআর-এর কোন ম্যাচ দেখতে গেছেন। স্টেডিয়ামে ম্যাচ দেখতে ঢোকার আগে আপনাকে দিয়ে দেয়া হবে চার, ছয়, আউট, নট আউট লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। এগুলো নিয়ে আপনি ভেতরে প্রবেশ করবেন।
মাঠের আম্পয়াররা যখন কোন সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন তারা নিয়ম মেনেই যাবেন থার্ড আম্পায়ারের কাছে। সেই সময় রিপ্লে দেখে তাদের প্ল্যাকর্ড উঁচু করে ধরবেন দর্শকরা।
মাঠের প্রেক্ষাপটে, ধোনি ঠিক সময় পৌঁছে যাওয়ার পর উইকেটকিপার স্ট্যাম্প ভাঙলেন। আপনি রিপ্লে দেখে জানালেন এটা নট আউট। থার্ড আম্পয়ারের রিপ্লে দেখে সিদ্ধান্ত নেয়ার আগে দর্শকরা তাদের সিদ্ধান্ত জানাবেন। সেই সিদ্ধান্ত দেখানো হবে বড় স্ক্রিনে।
দর্শকদের উত্তর দেখে শেষে আসল সিদ্ধান্তটা থার্ড আম্পয়ারই নেবেন। এর ফলে দর্শকরা খেলা দেখতে আরো বেশি আগ্রহী হবেন বলে জানালেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।
আগামী ৮ এপ্রিল মুম্বাইয়ে এবারের আইপিএলের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং, ক্যাটরিনা কাইফ ও হানি সিংয়ের মতো তারকারা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ