শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্লাজমা মেমব্রেনে বেষ্টিত এবং নিউক্লিয়ার মেমব্রেনের বাইরে কোষীয় অঙ্গাণু ছাড়া বাকি অস্বচ্ছ, সমসত্ত্ব ও কলয়েড জাতীয় অর্ধতরল সজীব প্রোটোপ্লাজমীয় পদার্থকে সাইটোসল বলে। এতে বিভিন্ন জৈব (প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, এনজাইম প্রভৃতি) ও অজৈব অণু (৯০ শতাংশ হচ্ছে পানি, সামান্য পরিমাণে খনিজ লবণ, যেমন: NaCl লবণ ও গ্যাস, যেমন O2 ও CO2) ভাসমান বা দ্রবীভূত থাকে। বিভিন্ন অঙ্গাণুকে ধারণ করে বলে সাইটোসলকে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স নামেও অভিহিত করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ