Call

পুকুরের পানি শোধনের উপায়গুলো হলো—
১। ছাঁকন: পুকুরের পানিতে মিশে থাকা কাদা ও ময়লা পাতলা কাপড় বা ছাঁকনি দ্বারা ছেঁকে পরিষ্কার করা যায়।
২। থিতানো: পুকুরের পানি কলস বা অন্য কোনো পাত্রে বেশ কিছুক্ষণ রেখে দিলে পাত্রের তলায় তলানি জমে। অতঃপর পাত্রটিকে কাত করে উপর থেকে পরিষ্কার পানি সংগ্রহ করা যায়।
৩। ফুটানো: পুকুরের পানি ফুটিয়ে শোধন করা যায়। অন্তত ২০ মিনিট ফুটালে জীবাণু থাকলে মারা যায়।
৪। রাসায়নিক পদার্থ মিশিয়ে বিশুদ্ধকরণ: পুকুরের পানিতে ফিটকিরি, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি পরিমাণমতো মিশিয়ে পানি জীবাণু মুক্ত করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ