masum1992

Call

কারন: ভাসমান বস্তুর শর্ত হইতে আমরা জানি কোনো একটি ভাসমান বস্তুর ওজন ভাসমান বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান।লোহার ঘনত্ব অপেক্ষা পানির ঘনত্ব অনেক বেশি।এই জন্য লোহার একটি খন্ডকে পানিতে রাখলে উহার ওজন অপেক্ষা কম ওজনের পানি অপসারিত হয়।অতেব একখন্ড লোহা পানিতে ডুবে।কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভেসে থাকার কারন এর নির্মান কৌশল।লোহার পাত দিয়ে জাহাজ নির্মান করা হয়।নির্মান করার সময় জাহাজের ভিতরের দিক খোলা রাখা হয়।ফলে জাহাজের ওজন অপেক্ষা জাহাজের বাহ্যিক আয়তনের সম-আয়তন পানির ওজন বেশি হয়।এভাবে নির্মিত জাহাজকে পানিতে ভাসালে এর সামান্য অংশ পানিতে নিমজ্জিত হয়ে প্রচুর পরিমান পানি অপসারন করে।এই অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয়।এইজন্য লোহার তৈরী জাহাজ পানিতে ভাসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ