ShiponChy

Call

ইমিউনিটি বলতে, মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকেই বোঝানো হয়। জি হ্যা, এ সম্পর্কে জ্ঞান থাকা ভাল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mrinfinity

Call

ইমিউনিটি হল শরীরের সেই প্রতিরোধ ক্ষমতা যা কোন বিজাতীয় জিনিস বা জীবাণুর অনুপ্রবেশ ও প্রতিক্রিয়ায় নানান ধরনের ক্ষতি থেকে শরীরকে বাঁচায়। শরীরের প্রতিরোধ ক্ষমতা দু ’রকমের। এক, সক্রিয় প্রতিরোধ ক্ষমতা বা একটিভ ইমিউনিটি: (এই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় নানা স্বাভাবিক রোগ এবং টিকাকরণ বা ভ্যাকসিনেশন থেকে। এই ইমিউনিটি সাধারণত র্দীঘস্থায়ী হয়) দুই, নিষ্ক্রিয় প্রতিরোধ ক্ষমতা বা প্যাসিভ ইমিউনিটি, যা তৈরী হয় বাইরে থেকে, শরীরে অ্যান্টিবডি (এ হল বিশেষ ধরনের প্রোটিন যা রোগের বিরুদ্ধে লড়াই করে) প্রবেশ করানোর মাধ্যমে। এটা সাধারণত র্দীঘস্থায়ী হয় না। ইমিউনিটি কিছুটা জেনেটিক ফ্যাক্টরের উপর নির্ভর করলেও তা তৈরী হবার জন্য পুষ্টি এবং পরিবেশের বিশেষ ভূমিকা রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ