Call

প্রথমে সুইচ 1 অন করে কিছুক্ষণ সময় অপেক্ষা করে অফ করে সুইচ 2 অন করে ভিতরে প্রবেশ করতে হবে । এখন রুমে ঢুকে লাইটটি যদি জ্বলা অবস্থায় পাওয়া যায় তাহলে 2 নং সুইচ সঠিক উত্তর । আর যদি লাইট জ্বলা অবস্থায় না থাকে লাইটটির কাছে গিয়ে স্পর্শ করে যদি উষ্ণ পাওয়া যায়,,  তার মানে এর আগে সুইচ 1 বাতিটিকে কিছুক্ষণ জ্বালিয়েছিল ।  অতএব,  সুইচ 1 হবে সঠিক সুইচ ।  আর যদি লাইটটি ঠান্ডা অবস্থায় পাওয়া যায় তাহলে বাকি থাকবে 3 নং সুইচ । সুতরাং তখন 3 নং সুইচ হবে সঠিক সুইচ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ