আমি একটি গ্রাফিক্স কার্ড কিনব. কোনটি কিনলে ভালো হয়? আপনারা একটু সাহায্য করুন. # ATI Redeon HD 6570 1gb # Nvidia geforce GT 620 1gb # Nvidia geforce GT430 1gb আমার পিসি এর কনফিগারেশন নিচে দেয়া হলো: #Processor-পেন্টিয়াম ডুয়াল কোর E6600 3.06 GHz #Motherboard- গিগাবাইট g41mt -s2p (rev-1.3). #Ram - 4 GB #HDD - 500GB #Windows 7 64 bit পাওয়ার সাপ্লাই লাগবে কি? আমার কেসিং এ ৪০০ ওয়াট(400 watt)পাওয়ার সাপ্লাই আছে.
Share with your friends
ZunaidHasan

Call

Operating System

Talk Doctor Online in Bissoy App
Call

এটা আপনার বাজেটের ওপর নির্ভর করে।Nvidia Gforce এর কার্ড গুলোভালো কিন্তু বেশি দামের গুলো।অর্থাৎ 10000 টাকার বেশি দামের গুলা ভাল কিন্তু আপনার কনফিগের জন্য আমি AMD suggest করব।5-6 হাজারের মধ্যে আপনার পিসির জন্য ভাল মানের AMD গ্রফিক্স কার্ড আছে। আপনার লিস্টের ২ নম্বর টা ভালো।কিন্তু আমি পারসনালি বলব আপনার কনফিগারে AMD R7 240 টা সবথেকে ভাল আর ফিট।দাম ৫০০০ টাকার মত।এটাতে সব গেমই খেলতে পারবেন।আর এটার জন্য কোন আলাদা পাওয়ার সাপ্লাই দরকার নেই। আশা করি উত্তর পেয়ছেন।

Talk Doctor Online in Bissoy App