৭ দিনের নাম কোথা থেকে আসলো, কেন রাখা হলো এটা জানার জন্যই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হযরত নুহ(আ:) এর সময় মানুষ রবিবার বানর হয়েছিল। সেই দিন বলা হয় ইয়ামুল ওহাদ। ২য় দিন ইয়ামুস সানি,৩য় দিন ইয়াওমল সালিস, ৪র্থ দিন ইয়াওমুল রাবী, ৫ম দিন ইয়াওমুল খমেস( সেই দিন বানর মারা যায়), ৬ষ্ট দিন ইয়াওমুল জুময়া, শনিবারকে বলা হয় ইয়াওমুল সিফতে।( কুরআনে রয়েছে)) এভাবে চলতে থাকল। তারপর ইহুদি খ্রীস্টানরা ঐ দিন গুলোকে পুজার মাধ্যমে অনুসরণ করতে লাগল। ইয়াওমুল সিফতের দিন পুজার শুরু করে তাই শনি বার। এভাবে সুর্যের পুজা রবি বার, চাদের পুজা সোমবার। এভাবে চলতে চলতে বাংলা ভাষায়ও আসছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ