বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্য উৎপন্ন হয়। এগুলোর মধ্যে কতগুলো হলো খাদ্য জাতীয় কৃষিদ্রব্য আর কতগুলো হলো অর্থকরী কৃষিদ্রব্য। খাদ্য জাতীয় কৃষিদ্রব্য : ধান, গম, ভুট্টা, আলু, তৈলবীজ, মসলা বাংলাদেশের প্রধান প্রধান খাদ্য জাতীয় ফসল বা কৃষিদ্রব্য। অর্থকরী কৃষিদ্রব্য : বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্যগুলো হচ্ছে- পাট, চা ও তামাক।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ