শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আগুন মূলতঃ জ্বলে ওঠে তাপের কারণে আর এই তাপ সৃষ্টি হয় সাধারণতঃ ঘর্ষন জনিত কারণে জন্য । যখন কোন বণাঞ্ছল জমিতে দীর্ঘ দিন যাবত প্রখর রৌদ্র পড়ে তখন এমনিতেই গাছের পাতাগুলো শুকিয়ে কিছুটা তাপ ধারণ করে রাখে । যখন এই শুষ্ক পাতাগুলো পরর্ষ্পর ঘর্ষনে মিলিত হয় বাতাসের তাড়নায় তখন শুষ্ক পাতাগুলো জ্বলে ওঠে আর সেখান থেকেই আগুনের অতঃপর দাবানলের সৃষ্টই হয় , এটা একটি প্রাকৃতিক ঘটনা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ