শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভাই,এনালগ কি তা জানার আগে ডিজিটাল সম্পর্কেও জান্তে হবে। আপনার সুবিধার জন্য এনালগ এবং ডিজিটাল দুটিই আলোচোনা করলাম।

আমাদের দৈনন্দিন কাজে যে সকল

ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বা মেশিন

সমূহ ব্যবহার করে থাকি তার সবই

এনালগ বা ডিজিটাল কিংবা উভয়

সিগন্যাল প্রসেসিং এর মাধ্যমে কাজ

করে থাকে।

আপনার কম্পিউটারের স্পিকার

এবং মাইক্রোফোনের কথাই ধরুন,

মাইক্রোফোনটি আমাদের ভয়েজ

সিগন্যালকে এনালগ

সিগন্যালে হিসেবে গ্রহণ করে এর

পর এই সিগন্যালকে CPU ডিজিটাল

সিগন্যালে রূপান্তরিত করে নেয়,

এবং প্রয়োজনীয়

প্রসেসিং প্রক্রিয়া শেষে ফলাফল

স্পিকারের মাধ্যমে প্রকাশের

পূর্বে আবার এনালগ

সিগন্যালে রূপান্তর করে। তাই

আমাদের ব্যবহার্য এ সকল ডিভাইস

এবং মেশিনের অভ্যন্তরীণ কার্যক্রম

সম্পর্কে জানার জন্য এনালগ

এবং ডিজিটাল সিগন্যাল

সম্পর্কে জানা জরুরী।

এনালগ সিগন্যালঃ

সময়ের সাথে পরিবর্তনশীল বৈদ্যুতিক

সিগন্যালকে এনালগ সিগন্যাল বলে।

এনালগ সিগন্যালের অ্যামপ্লিচিউড

সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের

মধ্যে যে কোন মান গ্রহণ

করতে পারে। কিন্তু হঠাৎ করেই

যে কোন মানে পরিবর্তিত

হতে পারে না। এনালগ সিগন্যালের

যে কোন মানে পরিবর্তিত

হতে কিছুটা সময়ের প্রয়োজন হয়।

অডিও সিগন্যাল একটি এনালগ

সিগন্যালের উৎকৃষ্ট উদাহরণ।

ডিজিটাল সিগন্যালঃ

ডিজিটাল সিগন্যাল এমন

একটি সিগন্যাল যা সাধারণত

দুটি বা নির্দিষ্ট কয়েকটি ভোল্টেজ

লেভেল নিয়ে গঠিত।

এক্ষেত্রে সিগন্যালের ভোল্টেজ

লেভেল একটি নির্দিষ্ট মান

হতে অপর মানে পরিবর্তিত হতে কোন

সময়ের প্রয়োজন হয় না। সচরাচর

ডিজিটাল সিগন্যালের ভোল্টেজ

লেভেল দুটিকে লজিক ০ এবং লজিক ১ 

দ্বারা প্রকাশ করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ