শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ধাপ-১: কম্পিউটার ও মোবাইলের ক্যাবল সংযোগ দিন।

এখন আপনি “USB connected” নামে একটি অপশন শো করবে। সাথে “Turn on USB storage” নামে একটি অপশন থাকবে। এটিতে ক্লিক না করে, আমি আবার বলছি এটিতে ক্লিক না করে (বাকী অংশ ধাপ-২ এ)

ধাপ-২: মোবাইলের নটিফিকেশন বার ড্রাগ করে “Connected as USB storage” এ ক্লিক করুন। তারপর “Media device (MTP)” তে ক্লিক করুন। এরপর হোমে ফিরে আসুন

ধাপ-৩: মেনুতে প্রবেশ করুন।সেটিংসে যান। তারপর “More…” এ ক্লিক করুন। এরপর “Tethering & portable hotspot” এ ক্লিক করুন। এরপর “USB tethering” নামে যে অপশনটি রয়েছে তা অন করে দিন। আপনার কাজ প্রায় শেষ!!! খুব মজা না? না, এখনো আরো একটি কাজ বাকী!!!

ধাপ-৪: সচরাচর যেভাবে ডেটা কানেকশন অন করে থাকেন সেভাবে আপনার ফোনের “Data” অন করে দিন।

ব্যস শেষ!!!  এভার আপনার কম্পিউটারের টাস্কবারে যে আেইকনটি রয়েছে তার দিকে তাকান। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কম্পিউটারে নেট কানেক্ট হবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ