এর কি সমাধান নাই।এমন কোন অ্যাপ আছে কি যা দিয়ে ফ্রি ফেসবুক চালা যাবে?
Share with your friends
Call

প্রায় সকল জাভা ফোনে এই সমস্যাটা দেখা যায়।আপনি ফোন মেমোরি ফরমেট করে দেখুনতো সমাধান হয় কিনা।আপনার ফোনটি দিয়েও ফ্রি ফেসবুক চালানো যাবে।এর জন্য আপনার ফোনে ইন্টারনেট ব্রাউজারটি ব্যবহার করে দেখুন।এছাড়াও আরেকটি পদ্ধতি অবলম্বন করুন কানেক্ট ফাইল্ড হবে না।প্রথমে সেটিংয়ে প্রবেশ করুন এর পর নেটওয়ার্ক সেটিংয়ে ঢুকুন।তারপর যে সিম দিয়ে নেট ব্যবহার করবেন সেই সিময়ে প্রবেশ করে।নিউ সার্চ ও সিলেক্ট নেটওয়ার্ক।এই দুই অপশনে ক্লিক করুন।বিঃদ্রঃ সিলেক্ট নেটওয়ার্কয়ে ক্লিক করলে যে সিম দিয়ে নেট চালাবেন সেই সিমের নাম চয়েজ করুন।ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App