Ssc exam 2020 এ যদি ভুলে ২ টা বৃত্ত ভরাট করি তাহলে কি কাটা যাবে? অামি ভুল করে দুটি বৃত্ত ভরাট করে দিয়েছি MCQ এ। কিশোর অালো ম্যাগাজিনে দেখলাম নাকি সমস্যা হবে না?
Share with your friends
Call

এক এর অধিক বৃত্ত ভরাট করলে সেই এমসিকিউ এর নাম্বার কাটা যাবে।

Talk Doctor Online in Bissoy App
MBUJ

Call

এসএসসি পরীক্ষার এমসিকিউ খাতা কাটা হয় ওএমআর রিডার দিয়ে|সুতরাং যে প্রশ্নের উত্তরে ২ টি বৃত্ত ভরাট করেছেন সেটি কাটা যাবে|এছাড়া আর কোনো নাম্বার কাটবে না|

Talk Doctor Online in Bissoy App

কিশোর আলোতে বলা হয়েছে রোল, রেজিট্রেশন নম্বরে ভুল বৃত্ত ভরাট করলে কোনো সমস্যা নেই। সঠিক বৃত্তটিও ভরাট থাকতে হবে। শুধুমাত্র বিষয় কোড, রোল নং, রেজিট্রেশন নম্বরের জন্য এটি হবে। MCQ ভুল বৃত্ত ভরাট করলে সেটা শুধরানোর চান্স নেই। দুইটি বৃত্ত ভরাট করলেও কোনো লাভ নেই। ওই mcq তে কোনো মার্ক পাবেন না। আর অন্য কোনো সমস্যাও হবেনা।

Talk Doctor Online in Bissoy App