শেয়ার করুন বন্ধুর সাথে
NH Shohel

Call

>কর্মচারীদেরকে ছোট দলসমূহে দলবদ্ধ করার একটি উপায় যা কোম্পানীটির লক্ষ্যসমূহকে ত্বরান্বিত করার জন্য গুণ এবং প্রক্রিয়াসমূহকে উন্নততর করতে একত্রে কাজ করে তাকে গুণ চক্র বলে।

>গুণ চক্র হলো একটি কোম্পানীব্যাপী গূণগত ব্যবস্থার মূল কাঠামোর ভেতরে অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার কৌশল যাতে কর্মচারীদের ছোট ছোট দল স্বেচ্ছাকৃতভাবে গঠিত হয় গুণসম্পর্কিত সমস্যা সংজ্ঞায়িত এবং সমাধান করার জন্য।

>কর্মচারী এবং ব্যবস্থাপকদের একটি ছোট দল যারা সমস্যাসমূহ সমাধানের জন্য এবং প্রতিষ্ঠানের পণ্য বা সেবাসমূহের গুণ উন্নত করার জন্য মিলিত হয় তাকে কোয়ালিটি সার্কেল বা গুণ চক্র বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ