Samsung a2 core Imo সমস্যা যত সময়, imo app এ থাকি ফোন আসে app থেকে বের হলে আর ফোন আসেনা কেন? কেউ দয়া করে বলবেন ? কেউ বলেছে Data usage যেয়ে
Allow background data on করে দিতে কেউ আবার বলে off করে দিতে কেউ বলে Apps UNINSTALL করে নতুন করে INSTALL করতে সবটাই করেছি কোন কাজ হয়না SAME MODELER অন্য আরেকটা মোবাইলেও একই সমস্যা দয়া করে কেউ কি সমাধান দিবেন????


Share with your friends
YourMasud

Call

আপনার সমসার কারণঃ

এটি কয়েকটা কারণে হয়ে থাকেঃ

  1. ফোনে ব্যাটারি অপ্টিমাইজেশন সেটিং চালু থাকলে
  2. বিভিন্ন ব্যাটারি সেভার এপস ব্যাবহার করলে। যেমনঃ Du Battery Saver, Battery Doctor, Greenify ইত্যাদি।
সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়ঃ
  1. Setting>Battery> থেকে optimize battery অপশন খুজে বের করে সেখান থেকে ইমো এপটির পারমিশন বন্ধ করুন
  2. সব ব্যাটারি সেভার এপস ডিলিট করুন
  3. এতেও কাজ না হলে ফোনের 'রিসেট সেটিং' অপশনে শুধুমাত্র সেটিং রিসেট করুন
  4. আশাকরি কাজ হবে।
বিঃদ্রঃ যদি এতেও কাজ না হয়, তাহলে আপনার ফোনটি ফুল রিসেট করুন।
Talk Doctor Online in Bissoy App