শেয়ার করুন বন্ধুর সাথে
mehedi421

Call

ফ্রিজের নরমালের তাপমাত্রা সাধারণত ১ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর ডিপ অংশের তাপমাত্রা -১৫ থেকে-১৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। কোন কোন ফ্রিজের থার্মোস্ট্যাট এ সরাসরি ডিগ্রি উল্লেখ করা থাকে। যেমন 5°,4°। আবার কোন ফ্রিজে রেগুলেটরের চারপাশে একটি দাগ থাকে। যেটা আস্তে আস্তে মোটা হয়। চিকন দাগে রেগুলেটর থাকলে একেবারে বেশি তাপমাত্রায় থাকে, মোটা দাগে থাকলে কম তাপমাত্রা। এখন রেগুলেটর কোথায় থাকলে কত তাপমাত্রা, এটি সঠিকভাবে বলা সম্ভব নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ