Airbird

Call

ওয়েল্ডিং মেশিন সাধারনত phase+neutral এর সমন্বয়ে হয়ে থাকে। মানে একটা বাল্ব জ্বালাতে phase বাল্বএ আর neutral মাটিতে দিলেও জ্বলবে, কিন্তু ওয়েল্ডিং এর ক্ষেত্রে phase+neutral এক হতে হয়। 

সাধারনত phase+neutral এক হয়ে গেলে মাঝখানে যে ফিউজ থাকে তা পুড়ে যায়। 
আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে ওয়েল্ডিং এ ব্যবহৃত রডটি হয়ে যায় ফিউজ, যা না পুড়ে গলতে শুরু করে এবং লোহার যেকোন অংশে লাগালে সেখানেই গলিত অংশটা থেকে যায়।
আশা করি বুঝতে পারবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ