শেয়ার করুন বন্ধুর সাথে

আমাদের দেশে প্রচলিত নামায শিক্ষা বইগুলোতে নামাযের নিয়ত দেয়া থাকে। কিন্তু এগুলো সুন্নতসম্মত নয়। পরবর্তী আলেমদের বানানো। এগুলো পাঠ করা জরুরী নয় । অন্তরে নামাযের যে ইচ্ছা তাই নিয়ত। এই নিয়তগুলো মুখস্ত করতে যে সময় ব্যয় করবেন সে সময়ে মাসনুন দোয়া জিকির মুখস্ত করুন। আপনি ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত ``রাহে বেলায়েত`` বইটি পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ