শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভারসাম্য বজায় রেখে চলতে হবে। নিজের কাজ করতে হবে সাথে সাথে অন্যদের সম্ভব হলে সাহায্য করতে হবে। Punctual হতে হবে। কোন ব্যাপারেই অধৈর্য হলে চলবে না। নিজে না বুঝলে senior কারো সাথে কথা বলে নেওয়া উত্তম।  ফাঁকিবাজি তো একেবারেই গ্রহনযোগ্য না। কিন্তু বেশি কাজ করা যাবেনা। যেটা করে আমি বেশ বিপদে আছি। কারণ একবার যদি কাউকে সাহায্য করেন তখন সে সেটা নিজে না করে সবসময়ই আপনাকে দিয়ে করাতে চাইবে। তার দেখাদেখি অন্যরাও বলবে আমারটা করে দিন। কিন্তু আপনার দরকারের সময় কাউকে পাবেন না। তখন তারা নিজেদের এত ব্যস্ত দেখাবে যে আপনি নিজের টা ছেড়ে ভাববেন ওদেরটাই আগে করি!! চাকরি করতে গেলে চামড়া মোটা হতে হয়। যত বড় আর ভালো প্রতিষ্ঠানই হোক না কেন সেখানে কিছু Internal Politics এর শিকাড় আপনাকে হতেই হবে। কিছু লোক দেখবেন কাজের চেয়ে কথা বেশি বলবে। এদের দোষ কম হয়। কারণ কাজ কম করলে দোষ ও কম। আপনি কাজ করবেন আ সেই অনুপাতে আপনার ভুল ত্রুটি ও বেশি হবে। নানান জনে নানান উক্তি করবে। তাই চামড়া মোটা না হলে আপনাকে দিয়ে চাকরি হবেনা।  তাই সব কিছুই আপনাকে Balance করে চলতে হবে। Smartness জরুরী কিন্তু Oversmart হওয়া যাবেনা। মার্জিত আচরণ করতে হবে। কেউ যদি আপনাকে ঢেকি গেলার জন্য অনুরোধ করে তাহলে সুন্দর ভাবে বুঝিয়ে বলবেন ভাই নিজের আকৃতির চাইতে বড় ঢেকি আমার গলা দিয়ে নামানো সম্ভব না। অর্থাৎ যেই কাজটা আপনার পক্ষে করে দেওয়া সম্ভব না সেটা করতে যাবেন না। তবে সম্ভব হলে সাহায্য করবেন।  আপনার ছোট্ট প্রশ্নের উত্তর কিন্তু বিশাল। সব কিছু বলা সম্ভব না। প্রতিষ্ঠান, কাজের ধরণ আর এলাকা অনুযায়ী এর উত্তর পাল্টে যেতে পারে। এই প্রশ্নের কোন সংক্ষিপ্ত উত্তর দেওয়া সম্ভব না। শুধু একটা কথাই বলব। নিজের মেধা আর যোগ্যতা কাজে লাগিয়ে সফল হবার চেষ্টা করতে হবে। অবশ্যই সততা ও নিষ্ঠার সহিত। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ