আমি এই বিষয়ে সাহায্য চাই। প্র্যাকটিকাল খাতার কোথায় লিখবো,কোথায় চিত্র আঁকবো,কোথায় পেন্সিল দিয়ে লিখবো, একটা পরীক্ষা লিখতে কিভাবে পরের পৃষ্ঠা ব্যবহার করবো তার সাথে এক পরীক্ষা একাধিক পৃষ্ঠায় লিখলে চিত্র কোথায় দেবো? এগুলো জানাবেন। দয়া করে কেউ ভিডিও দেবেন না,আমার জাভা ফোন। ছবি দিলে খুব উপকার হবে
Share with your friends
Call

image

বায়োলজির ক্ষেত্রে ডান সাইডের অস্বচ্ছ পাতলা কাগজের সাথের সাদা পৃষ্ঠাতে আকবে। আর পরের রুল করা কাগজটাতে লিখবে। চিত্র উভয় সাইডে দিওনা। বেমানান হয়ে যায়।

image

উপরের ছবিটা হচ্ছে বায়োলজির পেইজ। প্রথম পেইজটা ছবি আকার জন্য। তার সাথেই এই রুল করা পেইজটা ছবির প্রসঙ্গে বর্ণনা।


image

রসায়নের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। চিত্র যেখানে দরকার সেই টপিকসের আগের পেইজ একেঁ দিবে।


image


একই ভাবে পদার্থবিজ্ঞান। পেইজের এক পাশে মানে প্রথম সামনের পেইজেই লিখবে। ছবিতে দেখতে পাচ্ছ। অপর পৃষ্ঠায় লেখা নেই। শুধুমাত্র চিত্রের জন্য ওই পৃষ্ঠা ইউজ করবে। আর লেখা হবে এক সাইডেই শুধুমাত্র


image


তারপর Index লিখবে।সবগুলো পেইজের নাম্বার দিয়ে তারপর ঐ অনুসারে ইনডেক্স সাজাবে। ইনডেক্স সুন্দর করে লিখবে। কাটাছেড়া করবেনা। এইটার উপর পুরো খাতার ইম্প্রেশন নির্ভর করে। 


এক ছোট ভাইয়ের ব্যবহারিক খাতা দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম। আশা করি সেরা উত্তর মনে হলে ক্রেডিট দিও । ধন্যবাদ। হাহা



Talk Doctor Online in Bissoy App