আমি godaddy থেকে ডোমেইন নিয়েছি ও পরে ব্লগার এ ডোমেইনটা এড করেছি, কিন্তু সমস্যা হল এটা www.HelpBangla.com দিলে url কাজ করে কিন্তু www ছাড়া HelpBangla.com দিলে ব্লগার সাইটটি আসে না . Dns আর HelpBangla.com to www.HelpBangla.com redireact এ মার্ক দেওয়া আছে। কি করব?
Share with your friends
Call

এজন্য আপনাকে www রিডায়রেক্ট ইনাবেল করে দিতে হবে।

যেভাবে www রিডাইরেক্ট ইনবেল করবেন -

  1. প্রথমে ব্লগারে লগিন করে ড্যাশবোর্ডে যাবেন
  2. তারপর, Settings > Basic
  3. এবার, www রিডাইরেক্ট ইনবেল করার জন্য টিক দিয়ে দিন
  4. পুরো সেটিং সেভ করে দিন।

যদি www কাজ না করে তাহলে। আপনি আপনার ডোমেইন প্যানেলে যাবেন। তারপর DNS Management। এবার এই চারটি  A Name রেকর্ড যুক্ত করুন যেটা গুগোলকে পয়েন্ট করবে 

  • 216.239.32.21
  • 216.239.34.21
  • 216.239.36.21
  • 216.239.38.21

বোনাস: Vipi Premium Blogger Template free Download

ব্যাস কাজ শেষ। এই সব স্টেপ গুলোন ফলো করলে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App