আমি নবম শ্রেণির সায়েন্সে পড়ি। আমি আমার ফাইনাল পরীক্ষার পর যখন নতুন বই আসবে তখন উচ্চতর গনিত পাল্টে কৃষিশিক্ষা নিতে চাই। এর জন্য কি করতে হবে? আর এটা করা কি সম্ভব?
Share with your friends
Call

১. আপনি উচ্চতর গণিত নিয়ে ভাল করেছেন। উচ্চতর গণিত বিহীন বিজ্ঞান কে অজ্ঞতার সাথে তুলনা করা হয়ে থাকে।

২. সাধারণ গণিতের চেয়ে উচ্চতর গণিত সহজ। সিলেবাস অনেক ছোট। বলতে পারেন সাধারণ গণিতের ৫ ভাগের ১ ভাগ।
৩. উচ্চতর গণিতে রয়েছে ব্যবহারিক ২৫ নম্বর। আর ধরে নিন না যে এটা সাধারণ গণিতেরই আরেকটা অংশ।
৪. আপনার যেহেতু জীববিজ্ঞান রয়েছে সুতরাং আপনার পক্ষে মেডিকেল কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় গুলোতে সুবিধা হবে।
৫. উপরের চারটি বিষয় যদি আপনাকে অনুপ্রাণিত করতে না পারে তবে বলি, যদি আপনি উচ্চতর গণিত বিষয়টি রেজিষ্ট্রেশন করার সময় অন্তর্ভুক্ত করে থাকেন তবে আর পরিবর্তন সম্ভব নয়। কিন্তু রেজিষ্ট্রেশন না করে থাকলে পরিবর্তন সম্ভব।
ধন্যবাদ
Talk Doctor Online in Bissoy App