শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এর কোন ধরাবাধা নিয়ম নেই। বরং বলা যায় যত কম সেটাপ দেয়া যায় ততই ভাল। কারণ বার বার সেটাপ দিলে সেটা হার্ড ডিস্কের ওপর একটা বাড়তি চাপ ফেলে। কিন্তু সঠিক Maintenance এর অভাবে পিসি ধীরগতির হয়ে গেলে, কিংবা ভাইরাস আক্রমণের শিকাড় হলে যদি সেটা ঠিক করার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে সহজ সমাধান হল নতুন করে সেটাপ দেয়া। আপনার ক্ষেত্রে যদি এমন কিছু হয় তাহলে সেটাপ দিয়ে ফেলুন। আর যদি জানতেই চান যে কতদিন পর পর দিলে ভাল তাহলে আমি বলব বছরে 1 বার অথবা সর্বোচ্চ 2 বার সেটাপ দেয়াটা স্বাভাবিক। কিন্তু প্রয়োজন পরলে আরো বেশিবার সেটাপ দিতে পারেন। কিন্তু সঠিক Maintenance টা ভীষন জরুরী। নতুবা পিসির লাইফ সাইকেল কমে আসবে। হুট করে কিছু ইন্সটল করা, আনইন্সটল করা, প্রয়োজনের অতিরিক্ত প্রোগ্রাম কম্পিউটারে রাখা, একই সাথে অনেক রকম প্রোগ্রাম রান করা, নেট থেকে যাচাই বাছাই ছাড়া পাইরেটেড সফটওয়্যার ইন্সটল করা এসব কাজ পরিহার করলে আপনার পিসি ভাল থাকবে আর আপনিও নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ