বিপিএন কি ভাবে আমার মোবাইলে সেটিংস করব...?  কউ যানা থাকলে দয়া করে একটু বলে দেন...?
Share with your friends

মোবাইলের অভ্যন্তরীণ সফটওয়্যার এর থেকে ৩য় পক্ষের ভিপিনগুলো ব্যবহার করা সহজ আর সবথেকে গুরুত্বপূর্ণ বিশয় এই যে আপনি আপনার আইপি ইচ্ছামতো দেশে দিতে পারবেন। ব্যবহারের জন্য সবথেকে সিম্পেল অ্যাপ SuperVPN Free VPN Client, এই নাম টা গুগল প্লে স্টোরে খুজলেই অ্যাপটি পেয়ে জাবেন। ইন্সটল করার পর অ্যাপ বড় একটা 'connect' বাটন দেখাবে। সেইটি ক্লিক করার কিছুক্ষনের মধ্যে আপনার ফোনের ভিপিএন চালু হবে। তারপর ইচ্ছা মতো  ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার শেষে অফ করে দেবেন। 


স্যামসাং ইউজ করলে আপনি আপানার ফোনের '' স্যামসাং ম্যাক্স'' নামের ভিপিনটি ইউজ করতে পারেন। কিন্তু সেইটার ফ্রি ভার্সনে দেশ চয়েস করা যায় না বলে আমি উপরের অ্যাপটা ইউজ করি। 

আপনি যদি ভিপিএন শুধু কোনো অয়েব সাইটে যাবার জন্য ব্যবহার করতে চান তবে আপনি Aloha Browser অথবা Opera Browser ব্যবহার করতে পারেন। এই ব্রাউজের দুইটি খুবই User friendly এবং এদের ভেতর In-Built VPN আছে।
Talk Doctor Online in Bissoy App