শেয়ার করুন বন্ধুর সাথে

পূর্ণ কুরআনের অবতরণের বিন্যাস আমাদের কাছে সংরক্ষিত নেই৷ কেননা রাসূল সাঃ বা সাহাবাগণ কেউ তা সংরক্ষণ করেন নি, করতে বলেন নি৷ তবে মর্ম বুঝা বা মাসআলা নির্ণয়ের জন্য যে সকল আয়াতের বিন্যাস জানা জরুরি সেগুলো তাফসিরের কিতাবে সংরক্ষিত রয়েছে৷ কুরআন গ্রন্থায়নের বিন্যাস আমরে তাওকীফী৷ অর্থাৎ জিবরাইল আঃ এর সূত্রে রাসূল সাঃ কর্তৃক সাহাবাগণ কে শিখানো৷ আমাদের মুসহাফে (কুরআনে) যে ধারাবাহিকতায় সূরা সমূহ সাজানো আছে তা কারো বানানো বা গবেষণালব্ধ নয়৷ আয়াত নাজিলের পরেই রাসূল সাহাবাদের জানিয়ে দিতেন সদ্য নাজিল হওয়া আয়াত কোন সূরার কোন আয়াতের আগে বা পরে বসবে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ