বর্তমানে ১৫ হাজারের মাঝে এই ফোন কেনা ঠিক হবে ?নাকি এর পরিবর্তে অন্যটা নিলে ভাল হবে?
Share with your friends
Call

প্রথমত ১৫-১৬ হাজার বাজেটে বাংলাদেশ থেকে অফিশিয়াল ফোন নিলে স্যামসাং এ 20, m20,Tecno 12 Air এগুলোর যেকোনো একটি নিলে আমার মনে হয় আপনার জন্য বেটার হবে।আর যদি আনঅফিসিয়াল ফোন নিতে চান তাহলে আমি বলব রেডমি a3, রিয়েল মি 5, রেডমি note8 চায়না এগুলর যেকোনো একটি নিতে পারেন। আর হ্যাঁ আপনি যে রেডমি Y3 এর কথা বললেন।এবং রেডমি y3 তে থাকা 32 মেগাপিক্সেল ক্যামেরা কথা উল্লেখ করলেন আমি মনে করি রেডমি y3 এর ক্যামেরা 32 মেগাপিক্সেল হিসেবে তেমন ভালো ছবি পাওয়া যায় না তবে 32 মেগাপিক্সেল ক্যামেরার কথা ভুলে গিয়ে সাধারণভাবে ভাবতে গেলে মোটামুটি ভালো ছবি পাবেন তবে 32 মেগাপিক্সেল হিসেবে তেমন আহামরি কিছুই নাই। আর কিছু জানার থাকলে রিপ্লাই করবেন। ধন্যবাদ। তবে বলে রাখা ভালো স্যামসাং A20 এবং M20 এর অফিসিয়াল মূল্য ১৫৯৯০ এবং Tecno 12 Air ১৪৯৯০ টাকা।

Talk Doctor Online in Bissoy App