বিক্রিয়াটি কীভাবে পূণ করলেন অবশ্যই তা উত্তরে সংযুক্ত করবেন।ধন্যবাদ।
Share with your friends

H₂SO₄(গাঢ়)+ Cu → CuSO₄ + H₂↑

Cu লঘু H₂SO₄ এর সাথে বিক্রিয়া করে না। কারন Cu এর অবস্থান ধাতুর সক্রিয়তা সিরিজে H₂ এর নিচে। তাই Cu এসিডের H₂ কে প্রতিস্থাপন করতে পারে না অর্থ্যাৎ বিক্রিয়া করে না। কিন্তু গাঢ় H₂SO₄ জায়মান O₂ উৎপন্ন করে । Cu এর সাথে বিক্রিয়া করে CuO উৎপন্ন করে। যা একটি ক্ষার।পরে এসিড ক্ষার প্রশমন বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে।এভাবে Cu লঘু H₂SO₄ র সাথে বিক্রিয়া না করলেও গাঢ় H₂SO₄ এর সাথে বিক্রিয়া করে। সংঘটিত বিক্রিয়া - H₂SO₄→ SO₂ + H₂O + [O] 

Cu + [O] → CuO 

CuO + H₂SO₄→ CuSO₄ + H₂ ↑

Talk Doctor Online in Bissoy App