শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বর্তমানে গ্রীস্মকাল নয়। আজ ২৭ কার্তিক ১৪২৬, হেমন্ত কাল। সামনেই শীতকাল। এসময় চাষের জন্য শীতের সবজিই উত্তম। শীতের সব্জির মধ্যে রয়েছে আলু, পটল, কাকরুল, করলা, ঝিঙ্গে, চিচিঙ্গা, মুলা, সরিষা, ঢেড়স, লাউ এমন আরও অনেক সবজি। তবে বোরো ধানের চাষও বর্তমানের আমন ধান বা ফসল ঘরে উঠিয়ে করা হবে। সেটাও শুরু হবে পৌষের মাঝামাঝি থেকে। আর গ্রীস্মকালে সেই বোরো ফসল কৃষক ঘরে তুলবে। এছাড়াও সে সময় পাটের চাষ করা হয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ