ধরি, ভূমি থেকে x উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভবশক্তির ৫ গুণ হবে।  x উচ্চতায় বিভবশক্তি = mgx x উচ্চতায় গতিশক্তি = 0.5×mv^2 = 0.5×m× 2 ×g×(60-x) = mg(60-x) প্রশ্নমতে,  mg(60-x) = 5mgx 60-x= 5x 6x= 60 x= 10 m  ভূমি থেকে ১০ মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভবশক্তির ৫ গুণ হবে। 

Talk Doctor Online in Bissoy App